বাইক স্টান্ট কিভাবে করবেন | How to Learn Bike Stunt in Bangla | কিভাবে বাইকের পিছনের চাকা তুলবেন?

কিভাবে বাইকের পিছনের চাকা তুলবেন

বন্ধুরা আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে বাইক কে না পছন্দ করে। তার সঙ্গে যদি একটু আদটু স্টান্ট জানা থাকে তাহলে তো কোন কথাই নেই। কিন্তু স্টান্ট এর টেকনিক্যাল ব্যাপার গুলো যদি না জেনে আপনি স্টান্ট করতে যান তাহলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। তাই এর টেকনিক্যাল ব্যাপার গুলো না জেনে স্টান্ট করার চেষ্টা করবেন না। তাই আজ আমরা এই কন্টেন্টে বাইকের পিছনের চাকা কিভাবে তুলতে হয় তার টেকনিক্যাল বষয় নিয়ে আলোচনা করবো। তো যেটাকে স্টান্টের ভাষায় Stoppie বলা হয়। দয়া করে লেখাটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

যাই হোক প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো স্টান্ট করার আগে যতটা সম্ভব সেফটির সরমজাম অবশ্যই পড়ে ফেলবেন যেমন হেলমেট, জ্যাকেট, জুতা, গ্লাভস ইত্যাদি। আর এটা কোন পাবলিক প্লেসে করবেন না। এটা একদম নির্জন রাস্তাতে প্র্যাকটিস করুন। অর্থাৎ যেখানে গাড়ি অথবা মানুষের চলাচল কম।

তো বন্ধুরা যেনে নেওয়া যাক বাইকে স্টপি কিভাবে মারতে হয়। স্টপি মানে হলো চলন্ত বাইকের চাকা তুলে থামানো অনেকটা ফিল্মি স্টাইলে। এটা খুব কঠিন একটা স্টান্ট কিন্তু আমি কথা দিচ্ছি এটা যদি পুরো পড়েন তাহলে খুব সহজেই এটি করতে পারবেন।

আরও জানুনঃ

বাইকের সামনের চাকা কিভাবে তুলবেন?

এটা করার জন্য বাইকের কোনো সমস্যা থাকলে হবে না। বিশেষ করে সামনের ডিস ব্রেক এবং হাইড্রোলিকের একদমই সমস্যা থাকলে হবে না। আর এটা করার জন্য ফ্লাট সার্ফেস অর্থাৎ সমানতরাল জায়গার প্রয়োজন। এবড়ো থেবড়ো রাস্তা অথবা, জল বালি পাথর ইত্যাদি পড়ে থাকা রাস্তাতে এটা একদমই ট্রাই করবেন না। কারণ সেখানে ক্রাস অর্থাৎ এক্সিডেন্ট হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর সাথে মনে রাখবেন বাইকের সামনের চাকায় একটু হওয়ার পেশার কম রাখতে হবে। খুব বেশি রাখবেন না সামান্য একটু পরিমাণে কম রাখবেন।

বন্ধুরা এই পিছনের চাকা উপরে তুলে স্টান্ট করাকে আমি ৩ টা স্টেপে ভাগ করেছি। তাই একটা স্টেপ যতক্ষণ না পুরোপুরি আয়ত্তে আসছে ততক্ষণ পরের স্টেপে যাওয়া যাবে না।

1st Step;

১৫ থেকে ২০ কিলোমিটার বাইকের গতি রেখে চলতি অবস্থায় বাইকের হ্যান্ডেল এবং হাত সোজা রেখে এবং আপনার বডি ওয়েট একটু সামনের দিকে ঝুঁকিয়ে খুব জোরে সামনের ব্রেক চাপবেন। দেখবেন পিছনের চাকা উচু হয়ে গেছে। তারপর বাইকের পিছনের চাকা যখন 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে তখন ব্রেক ছেড়ে দেবেন। কারণ তারপর ডেঞ্জার জোন রয়েছে অর্থাৎ উল্টো হয়ে যেতে পারে। তাই যদি আপনি ব্রেক না ছাড়েন তাহলে আপনি পড়ে যেতে পারেন। তো এই স্টেপ টা কাজে লাগিয়ে দেখবেন আপনি খুব ভালোভাবে স্টপি মারতে পারছেন।

2nd Step;

এটাকে Rolling Stoppie বলা হয়। এটা প্রথম স্টেপ থেকে একটু বেশি ভয়ঙ্কর এবং কঠিন। প্রথম স্টেপ টা আপনার যতক্ষণ না পুরোপুরি আয়ত্তে আসছে ততক্ষণ এই স্টেপটা একদমই ট্রাই করবেন না। এই স্টেপে আপনি পিছনের চাকা তুলে কিছু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এই স্টেপে আপনার বাইক রানিং অবস্থাতে 50 থেকে 60 কিলোমিটার গতি রাখতে হবে এবং আগের মতো বডি ওয়েট টা একটু সামনের দিকে ঝুকিয়ে সামনের ব্রেক টা প্রেস করতে হবে। কিন্তু এই স্টেপে আগের স্টেপের মতো এক ধাক্কায় ব্রেক চাপলে হবেনা। এই স্টেপে ব্রেক একটু আস্তে আস্তে চাপ দিতে হবে এবং বাইকের হ্যান্ডেল সোজা রাখতে হবে। তো পিছনের চাকার হাইট যখন 50 থেকে 60 ডিগ্রী অ্যাঙ্গেলে চলে আসবে তখন হালকা করে ব্রেক ছাড়তে শুরু করতে হবে। পুরোপুরি ছাড়বেন না। 10 থেকে 20 পার্সেন্ট এর মতো চেপে রখবেন। দেখবেন আপনি পিছনের চাকা তুলে সামনে কিছু দুর পর্যন্ত এগিয়ে যেতে পারছেন। এটাকেই বলা হয় রোলিং স্টেপ। এই ফর্মুলা তে আপনি একটা প্রফেশনাল রোলিং স্টপিই মারতে পারবেন। আর একবার বলে দেই এই স্টেপে কিন্তু এক ধাক্কায় ব্রেক চাপবেন না। কারন এটা করলে বাইক উল্টে যেতে পারে। অর্থাৎ একটু ধীরে ধীরে ব্রেক এ চাপ দিতে হবে। এরপর,

3rd Step;

এটাকে Endo Stoppie বলা হয়। অর্থাৎ রোলিং স্টপি করার সময় জাস্ট চাকাটা ফেলার সময় চাকাটা ঘুরিয়ে নিতে হবে। মানে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন স্টপি মেরে বাইকের মাথাটা ঘুরিয়ে নিতে হবে। এই স্টেপ টা আরও ভয়ংকর এবং রিস্কি। এটা করার আগে রোলিং স্টপি কমপ্লিট আয়ত্তে এনে তারপর এটা ট্রাই করবেন। কারণ এখানে সামান্য একটু ব্যালেন্স হারালেই পড়ে যেতে পারেন এবং অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এটা করার জন্য 50 থেকে 70 কিলোমিটার বাইকের গতি রাখতে হবে। আর সেম রোলিং স্টপি করে রিলিজ করার সময় বাম হাতের উপরে একটু বেশি প্রেসার দিতে হবে। তখন দেখবেন আপনার বাইকের পিছনের চাকা শুন্যে থাকা অবস্থায় ডান দিকে ঘুরে যাচ্ছে এবং ওইভাবে চাকাটা রিলিজ করতে হবে। তো বন্ধুরা আরও এক বার বলি এটা করার সময়, মানে এগুলো প্র্যাকটিস করার সময় যতটা সম্ভব সেপটির সব ইনস্ট্রুমেন্ট পরেই চেস্টা করতে হবে। অন্যথায় জীবন কিন্তু দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না। তো বন্ধুরা আশা করছি এই লেখাটি পড়ে স্টপি কিভাবে মারতে হয় একটু হলেও বুঝতে পেরেছেন। তো এটা জানেন তো বই পড়ে কখনো সাইকেল চালানো শেখা যায় না। সাইকেলে উঠেই শিখতে হয়। এই লেখাটি শুধু নিয়ম গুলো জানার জন্য লেখা হয়েছে এবার নিয়ম অনুসারে প্রাকটিস করুন পারবেন। তো এর পরের কন্টেন্টে বাইকের সামনের চাকা কিভাবে খুলতে হয় অর্থাৎ হুইলি কিভাবে মারতে হয় সে বিষয় আলোচনা করবো।

বাইক স্টান্ট কিভাবে করবেন, How to Learn Bike Stunt in Bangla, Stoppie, Bike Ride, Bike Stunt Kivabe Kore, Bike Stunt Bangla, Kivabe Bike Chalabo Bangla, Kivabe Bike Chalate Hoy, Stunt, Rolling Stoppie, Wheelie, Super Bike, Bangla te Bike Chalano Sikhun, Ki kore Bike Chalabo,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top