যশ অভিনীত সকল মুভি দেখা বা ডাউনলোড করার তালিকা
যশ দাশগুপ্ত হলেন একজন ভারতীয় অভিনেতা, গায়ক এবং মডেল। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে অংশগ্রহণ করেন।
যশ দাশগুপ্ত বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক ও গ্যাংস্টার চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত। যশ দাশগুপ্ত কলকাতায় অনুষ্ঠিত উনিশ কুড়ি স্ট্রেক্স গ্লাম হান্ট এর গ্ল্যাম কিং শিরোপা জিতেন। তিনি মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে অভিনয়ে ক্যারিয়ার তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং ২০০৯ সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিষেক ঘটান।
যশ টিওআই এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, "আমি রোশন তানেজা অ্যাক্টিং স্কুলে একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিলাম এবং সেখানে কয়েকটি হিন্দি ধারাবাহিকে কাজ করেছি।
তিনি কলকাতা টাইমস ২০০৬ কর্তৃক প্রকাশিত ঈপ্সিত শীর্ষ ১০ জনের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ ছিলেন।
যশ দাশগুপ্ত বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক ও গ্যাংস্টার চলচ্চিত্র এর জন্য বেশ পরিচিত। এছাড়াও তিনি কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন।
- চীনে বাদাম বাংলা ফুল মুভি ( যশ )
- এসওএস কলকাতা বাংলা ফুল মুভি ( যশ )
- মন জানে না বাংলা ফুল মুভি ( যশ )
- ফিদা বাংলা ফুল মুভি ( যশ )
- টোটাল দাদাগিরি বাংলা ফুল মুভি ( যশ )
- ওয়ান বাংলা ফুল মুভি ( যশ )
- গ্যাংস্টার বাংলা ফুল মুভি ( যশ )
Collected by Wikipedia
Post a Comment