দেয়ালে দেয়ালে (Deyale Deyale) By Minar Rahman Lyrics - Bangla Song 2017
■ 𝐒𝐨𝐧𝐠 𝐓𝐢𝐭𝐥𝐞 » দেওয়ালে দেওয়ালে
■ 𝐒𝐢𝐧𝐠𝐞𝐫 » মিনার রহমান
■ 𝐌𝐮𝐬𝐢𝐜 » ইমন চৌধুরী
■ 𝐋𝐲𝐫𝐢𝐜𝐬 » রবিউল ইসলাম জীবন
■ 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐁𝐲 » সাহিল জিএফএক্স
Deyale Deyale (দেয়ালে দেয়ালে) By Minar Rahman Lyrics
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
Post a Comment