If you recharge your mobile by nagad account than you will get 100 to 200% cashback
নগদ একাউন্ট থেকে পারসোনাল নাম্বার অর্থাৎ যে সিমে নগদ এক্যাউন ওপেন করা রয়েছ সে সিম দিয়ে ঐ সিমে রিচার্জ করলেই পাবেন ১০০ পার্সেন্ট ক্যাশব্যাক।
যে কোন পরিমাণ মোবাইল রিচার্জ করলে ক্যাশব্যাক পেয়ে যাবেন! [শর্ত প্রযোজ্য রয়েছে]
এ অফার পাবে মুলত যে সকল গ্রাহক বেশ কয়েক মাস ধরে নগদ একাউন্ট দিয়ে কোনো রকম লেনদেন করেন নি সে সকল গ্রাহক গুলি।
নগদ app থেকে নিজের নাম্বার এ [অর্থাৎ যে নম্বর দিয়ে এক্যাউন্ট খুলা] সর্বনিম্ম 10 টাকা মোবাইল এ রিচার্জ করলে 200% ক্যাশব্যাক অর্থাৎ 20 টাকা ক্যাশব্যাক পাবেন।
যে সকল গ্রাহক ডিসেম্বর ২০২১ এর পর থেকে নগদে কোনো রকম লেনদেন করেন নি সে সকল গ্রাহকই সুধুমাত্র এই অফারটি পাবেন।
নগদ অ্যাপের মাধ্যমে [একাউন্ট ওপেন করা রয়েছে যে নম্বর এ ] সর্বনিম্ন 25 টাকা মোবাইলে রিচার্জ করলে 100% ক্যাশব্যাক মানে 25 টাকায় 25 টাকা ক্যাশব্যাক পাবেন।
এই অফারটি সুধুমাত্র সে সকল গ্রাহক বন্ধু পাবেন যে সকল গ্রাহক 2022 সালের জানুয়ারী মাস থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের লেনদেন করেন নি।
এবার হলো মনে করার পালা: তো কষ্ট করে মনে করার প্রয়োজন নেই, আপনি কত দিন পূর্বে লেনদেন করেছেন তা জানতে নগদ অ্যাপ এ লগ ইন করে লেনদেন অপশন চেক করুন দেখবেন সব লেনদেন হিস্ট্রি পেয়ে যাবেন।
আর যদি অ্যাপ না থাকে অর্থাৎ স্মার্ট ফোন হাতে না থাকে তবে *১৬৭# ডায়াল করে My Nagad অপশন সিলেষ্ট করে তার পর Mini statement অপশন এ গিয়ে আপনার একাউন্ট এর পিন টাইপ করে লেনদেন দেখে নিন।
আর একটা কথা এই অফারটি নিতে পারবেন সুধু মাত্র নগদ অ্যাপের মাধ্যমে রিচার্জ করে।
আর অফার টি চলবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। এই রিচার্জ করার জন্য নগদ অ্যাপ এ ঢুকে মোবাইল রিচার্জ অপশন সিলেষ্ট করে মোবাইল রিচার্জ করে নিন।
Post a Comment