মোবাইলে এমবি খরচ কিভাবে কমাবেন?
মুঠোফোনে ডেটা খরচ কমাবেন যেভাবে
আমরা সবাই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় খুব দ্রুত ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, ফলে ইমারজেন্সি সময় ইন্টারনেট ব্যবহার করার মতো এমবি অবশিষ্ট থাকে না।
তো এই প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় ও এমবি ব্যবহারের পরিমাণ লিমিটেড করে দিতে পারেন।
ফলে আপনার লিমিট করে দেওয়া টাইম এবং এমবির পরিমাণ শেষ হলেই ফোন নিজে থেকেই নোটিফিকেশন এর মাধ্যমে সতর্কবার্তা দিবে। এমনকি সাথে সাথে ডাটা কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে ইন্টারনেট অযথা নষ্ট হবে না।
ইন্টারনেট ব্যবহার করার সময় ও এমবির পরিমাণ নির্ধারণের জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে।
তারপর Network & internet সেটিংস থেকে Internet অপশন ক্লিক করে ফোনে ব্যবহৃত সিম অপারেটরের নাম নির্বাচন করতে হবে।
নাম নির্বাচন করার পর হাইড অবস্থায় থাকা Data warning & limit অপশনে প্রবেশ করে Mobile data usage cycle নির্বাচন করতে হবে।
মোবাইল ডাটা ইউজ সাইকেল এ গিয়ে Set data warning অপশন চালু করে ইন্টারনেট এমবি ব্যবহারের সময়সীমা বা পরিমাণ নির্ধারণ করে দিতে হবে।
তাহলে ইন্টারনেট ব্যবহার এর নির্ধারিত সময় ও এমবি শেষ হওয়ার আগে নোটিফিকেশন দেখা যাবে।
ফোনে ইন্টারনেট এমবি খরচ এর পরিমাণ কমাতে অনেকেই ডেটা সেভার মোড ব্যবহার করেন। তবে এর ফলে অ্যাপের বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।
এক্ষেত্রে সমস্যা সমাধানে যে সকল অ্যাপ সমূহ অতিরিক্ত এমবি খরচ করে, শুধুমাত্র সেগুলোতে ডেটা সেভার মোড অন করা উচিৎ।
এটি করতে Setting এ প্রবেশ করে Network & internet অপশন থেকে Internet এ ক্লিক করে Non-carrier data usage সিলেক্ট করলেই অতিরিক্ত এমবি খরচ করা অ্যাপগুলোর তালিকা চলে আসবে।চাইলে তখন এ সকল অ্যাপগুলোর ব্যাক গ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করেও এমবি খরচ কমানো যায়। এ জন্য Background Data অপশন সিলেক্ট করে Unrestricted data usage-এ ক্লিক করে অফ করে দিতে হবে।
তো বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফোনের অতিরিক্ত এমবি খরচ থেকে বাচতে পারে। তো যদি এই লেখা থেকে আপানার কোন উপকার হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন।
ধন্যবাদ!!!
Post a Comment