How to download Tiktok video without watermark
Tiktok এপ্লিকেশনটির কথা বর্তমান সময়ে জানে না এমন মানুষ খুবই কম আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে খুজে পাওয়া অসম্ভব। যদিও কিছু সংখক লোক আছে যারা এই এপ্লিকেশন টিকে ঘৃনার দৃষ্টি দিয়ে দেখে আর যারা এটি ব্যবহার করে তাদেরকে ট্রল করে মজা নেয়।
তো যে যাই করুক এতে আমার কোনো রকম আপত্তি বা সমস্যা নেই। বাংলাদেশ, ভারতের মতো কিছু দেশগুলোতে বেশিরভাগই ট্রলের শিকার হয় টিকটকার রা। কিন্তু মজা নেওয়াই হোক আর যাই হোক এ দেশগুলোর মানুষ এই এপ্লিকেশনটির কন্টেন্ট দেখে অভ্যস্ত।
এই আর্টিকেলে আমি এক্সট্রা কথা বলবো না বা বলতে চাইও না যে কে খারাপ এবং কে ভালো এমন কি কার কি করা উচিত ইত্যাদি ইত্যাদি।
কারন আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কারো সাথে তর্কে জড়াতে। টিকটকের মতো এপ্লিকেশনেও এখন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা মডেল রা অংশ নিচ্ছে। তাই যে যা ই বলুক, এপ্লিকেশনটি এতটা কম সময়ে এত বেশি জনপ্রিয়তা হবার পিছনে কারন অবশ্যই আছে।
আমি এ আর্টিকেলে সেসব কারন সমুহ খুজতে যাবো না। দিন শেষে এসব নিয়ে কথা বললেও আমার কোনো রকম লাভ হবে না।
আমার এই লেখাটি লেখার উদ্দেশ্য হচ্ছে যারা টিকটক এপ্লিকেশনটি ইউজ করে তাদের যেন উপকারে আসে সে জন্য এছাড়া আর কিছুই না।
এ সবকিছু আগে থেকে ক্লিয়ার করে দেওয়ার কারন হচ্ছে আমি যেন পরে আবার বিদ্রুপের শিকার না হই।
যাই হোক, টিকটকেও অনেক Educational এবং ভালো ভালো কন্টেন্ট আছে। কিন্তু বেশিরভাগ মানুষই সেসব কন্টেন্ট না দেখে আকাম্মে কন্টেন দেখে তাই এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই।
এবার চলে যাই আসল কথায়। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটক এর আসল ভিডিও কোনো Watermark ছাড়া অরজিনাল কোয়ালিটি তে কিভাবে Telegram App এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন এবং তার সাথে কিভাবে Telegram এর সাহায্যে TikTok থেকে উক্ত ভিডিওটির Music টিও High Quality তে কিভাবে ডাউনলোড করতে পারবেন।
তো চলুন, শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিকটকের অরিজিনাল ভিডিও ডাউনলোড করতে পারবেন কোনো Watermark ছাড়া।
প্রথমে আপনাকে Telegram App এ ঢুকে Search Bar এ বট টির নাম লিখে Search করতে হবে।
🔥 BOT NAME : TT SAVE BOT
🔥 BOT USERNAME : @ttsavebot
২)এবার বটটিকে / Start Command দিয়ে চালু করে নিন।
৩) এরপর আপনি টিকটক থেকে সে কাংখিত ভিডিওটির লিংক কপি করুন যে ভিডিওটি ডাউনলোড করতে চান।
৪) সেই কপি কৃত লিংক টি এই বট কে Message এ গিয়ে সেটি পেষ্ট করে পাঠিয়ে দিন।
৫) এবার ফিরতি ম্যাসেজে বট আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওটির Watermark ছাড়া এর Original Quality তে ডাউনলোড করার জন্যে ফাইলটি পাঠিয়ে দিবে।
নিচের ছবি লক্ষ করলে বুঝতে পারবেন।
Step 1️⃣▶
Step 2️⃣▶
Post a Comment