.দাবি. বাংলা ফুল মুভি। .Dabee. Indian Bangla Full Movie
ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি দাবি।
Movie : Dabee
Language : Bengali
Genre : Drama,
Romance Producer : Harikrishna Agarwal
Director : Imon Kalyan Chattopadhyay
Story : Harikrishna Agarwal
Music Director : Mrinal Banerjee
Lyricist : Pulak Bandyopadhyay
Playback : Indrani Sen, Indranil Sen, Srikanto Acharya, Goutam Ghose, Parimal Bhattacharya, Keya Acharya, Mahasweta Bandyopadhyay, Priya Mukherjee
Release : 2000
Star Cast : Tapas Paul, Satabdi Roy, Abhishek Chatterjee, Indrani Dutta, Bhaskar Banerjee, Moumita Chakraborty, Kushal Chakraborty, Sonia Mukherjee, Arjun Bhattacharya, Tapasi Roy Chowdhury, Atanu Chakraborty, Ramen Roy Chowdhuri, Soma Chakraborty, Jayanta Dutta Burman, Kalyan Chatterjee, Gita Karmakar, Sucheta Chakraborty, Avik Bhattacharya, Anupama Chatterjee
Summary:
Dabee' নারী অধিকার সম্পর্কে. আনন্দ ও প্রতিমা বিবাহিত দম্পতি। রীনা আনন্দকে ফাঁদে ফেলে এবং তাকে বিয়ে করে। আনন্দ প্রতিমাকে ছেড়ে চলে যায় কারণ সে শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম দেয়। প্রতিমার তিন মেয়ে অচলা, চপলা ও রিক্তা। রিনা সম্পত্তির জন্য আনন্দকে কষ্ট দিতে শুরু করে। আনন্দ দুর্ঘটনায় চোখ হারায়। রিনার ছেলে আদিত্য আনন্দকে বাড়ি থেকে বের করে দেয়। আনন্দ অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। অবশেষে রীনা তার ভুল স্বীকার করে এবং আনন্দ প্রতিমা এবং তাদের তিন কন্যার সাথে সুখে বসবাস শুরু করে।
হায় বন্দুরা কেমন আছেন নিশ্চই ভলো আছেন, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি মুভি দাবি সম্পর্কে।
এই মুভিটি যদিও বহু দিন পূর্বে রিলিজ হয়েছে কিন্তু বর্তমানে এই মুভি টি কোন Website বা YouTube Channel এ খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাহলে এই Movie-টি কোথায় বা কিভাবে পাবেন অথবা আদৌ পাবেন কি-না এটাই-তো ভাবছেন।
তবে চিন্তার কোন কারন নেইঃ
কারন PROBD420 ওয়েবসাইট টি আপনাকে দেখাবে কিভাবে আপনি খুব সহজে এই মুভিটি দেখতে ও ডাউন-লোড করতে পারেন।
তো ডাউন-লোড করার জন্য সর্ব প্রথমে নিচের লেখা গুলো যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে এই পোস্টের ভেতর মুভি টির লিংক পেয়ে যাবেন। " Dabee Bengali full movie hd download in 720p, 420p "
তো সেই হিডেন লিংক টি কোথায় আছে সেটি খুজে পেতে ধাপে ধাপে এই পোষ্ট টি পড়তে থাকুন তাহলে অবশ্যই গোপন লিংক টি পেয়ে যাবেন।
যাইহোক পূর্বেই বলেছি আমি আপনাকে দেখিয়ে দিবো কিভাবে আপনি সহজেই এই মুভিটি দেখতে বা ডাউন-লোড করতে পারবেন।
এই পোষ্টের একেবারে নিচে এই মুভি টির লিংক দিয়ে রেখেছি। সর্ব প্রথমেই সে লিংক টি কপি করুন এবং পেষ্ট করুন যে কোন একটি ব্রাউজারে।
নিচে ছবিতে বেশ কিছু ব্রাউজারের লোগো এবং নাম দেখতে পাচ্ছেন এর যে কোন একটি আপনার ডিভাইসে থাকলে সেটাতে পেষ্ট করুন। অথবা যে ব্রাউজাররে মাধ্যমে বর্তমানে এই পোষ্ট টা দেখছেন বা মুভি ডাউন-লোড করতে চাইছেন সে ব্রাউজারেও পেষ্ট করতে পারেন। বর্তমানে Chrome ব্রাউজার থাকে না এমন কোন ফোনই নেই।
![]() |
Web Browser |
Step 1 ▶ যখন নিচের লিংক টি কপি করে কোন ব্রাউজারে পেষ্ট করবেন এবং সার্চ দিবেন সাথে সাথে নতুন একটি ইন্টারফেসে ঢুকে যাবে। কিন্তু অপনি ভয় পাবেন না লক্ষ করলে দেখবেন লিংক টি প্রসেসিং হচ্ছে। " Dabee Bengali full movie hd download in 720p, 420p "
অর্থাৎ নিচের ছবি টির মতো ইন্টারফেস দেখতে পাবেন। আর সেখানে ইংরেজীতে লেখা দেখবেন "Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit." এবং তার নিচে দেখবেন লিংক রেডি হচ্ছে।
Step 2 ▶ উপরের ছবি টি তে যে লোডিং টি চলছে সেটা দেখতে পেলে বুঝবেন আপনার পছন্দের ফিল্ম টির লিংক প্রসেসিং হচ্ছে। যখন লিংক টি প্রসেসিং সম্পুর্ন হবে তখন নিচের ছবিটির মতো Click here to get link লেখা ইন্টারফেস আসবে।
Step 3 ▶ যখন Click here to get link বাটন টি আসবে তখন ঐ বাটন টিতে ক্লিক করবেন। তাহলে সাথে সাথে একই পেজে একটু নিচের দিকে নিয়ে যাবে এবং সেখানে 15 সেকেন্ড এর মতো একটা কাউন্ট মিটার উঠবে। " Dabee Bengali full movie hd download in 720p, 420p "
ঠিক নিচের ছবিটির মতো কাউন্ট রানিং ইন্টারফেস দেখতে পাবেন।
Step 4 ▶ যখন কাউন্ট চলবে তখন লেখা থাকবে Link will be appear in 15 seconds. আর তার একটু নিচের দিকে ফ্যাকাসে রং এ লেখা উঠবে Please Wait.. আর এটা দেখতে দেখতে ১৫ সেকেন্ড শেষ হয়ে যাবে। কাউন্ট টি শেষ হয়ে গেলে নিচের ছবির মতো Go to .Down-load. Link লেখা আসবে।
Step 5▶ অর্থাৎ ১৫ সেকেন্ড কাউন্ট শেষ হলে কাউন্ট এর যায়াগা লেখা আসবে Well done! you have successfully gained access to Decrypted Link. এবং একটু নিচের দিকে Please Wait.... এর জায়গায় লেখা আসবে Go to .Down-load. Link অর্থাৎ আপনার .ডাউন-লোড. লিংক টি রেডি হয়ে গেছে।
এবার এই Go to .Down-load. Link বাটনে ক্লিক করুন দেখবেন মুভি টির মুল ড্রাইভে ঢুকে পড়েছেন অথবা সরাসরি .ডাউন-লোড. শুরু হয়ে গেছে।
তো যখন মুল অর্থাৎ গুগোল ড্রাইভে প্রবেশ করবেন তখন নিচে দেওয়া ছবির মত একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন।
Step 6 ▶ তারপর উপরের দিকে দেখতে পাবেন একটি ডাউন-লোড আইকন এবং মাঝের দিকে দেখতে পাবেন একটা প্লে বাটন (যে দুটো কে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি)।
আপনি চাইলে প্লে বাটনে ক্লিক করে অনলাইনেও মুভিটি দেখতে পারেন অথবা যদি ডাউন-লোড করতে চান তবে ডাউন-লোড আইকনে ক্লিক করতে পারেন।
ডাউন-লোড আইকনে ক্লিক করলে নিচের ছবিটির মতো ইন্টারফেসে নিয়ে যাবে।
Step 7 ▶ তো ইন্টারফেস টা আসলে সেখানে থাকবে Down-load anyway লেখা বাটন। এবার আপনি এই ডাউন-লোড এনিওয়ে বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে মুভি টি ডাউন-লোড হতে শুরু করবে। " Dabee Bengali full movie hd download in 720p, 420p "
বন্ধুরা প্রথমে↘
https://cutt.ly/GGxOQvC
⬆ উপরের এই .লিংকটি. কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome, Firefox, Opere, UCbrowser ইত্যাদি ব্রাউজারে সার্চ করুন। দেখবেন উপরে যে নিয়ম গুলো পড়েছেন সে নিয়ম অনুশারে ইন্টারফেস চলে আসছে অর্থাৎ সার্চ করে স্টেপ গুলো সঠিক ভাবে পার করলে মুভিটি অবশ্যই পেয়ে যাবেন।
আর যদি মুভিটি পেতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাদের ফেইসবুক পেইজ এবং গ্রুপে জয়েন করুন।
Facebook Page: Entertainment420
Facebook Group: যে কোন মুভি ডাউনলোড লিংক রিকুয়েষ্ট
তো আশা করি আপনি পোষ্ট টি বুঝতে পেরেছেন। যদি আপনি সফল ভাবে ডাউন-লোড করতে পারেন তবে অবশ্যই শেয়ার করবেন।
Post a Comment