হায় বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন? PROBD420 ব্লগ ওয়েবসাইট এর পক্ষ থেকে আরও একটি নতুন টপিকে আপনাকে জানাই স্বাগতম। আজ আমি ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করবো। এই টপিকে আপনি জানতে পারবেন কিভাবে ফেইসবুকের জব পোষ্ট গুলোর কোনটা সঠিক এবং কোনটা ফেক এই বিষয়ে অর্থাৎ

How do I know which recruitment and job posts on facebook are genuine or fake?

How do I know which recruitment and job posts on Facebook are genuine or fake?

ফেইসবুকে বিভিন্ন প্রকার জব পোষ্ট দেখতে পাবেন। এটা দেখার জন্য ফেইসবুকের জব অপশনে যেতে হবে। সেখানে বিভিন্ন প্রকার জব পোষ্ট দেওয়া হয়। কোনো চাকরি পার্টটাইম আবর কোনো চাকরি ফুলটাইম এমন কি ঘন্টা হিসাবে জব পোষ্ট দেখতে পাবেন। এ জব অফার গুলোর মধ্যে কিছু রয়েছে রিয়েল আর অধিকাংশই ফেক। তো কোন জব অফার গুলো আসল আর কোন জব অফার গুলো নকল তা বুঝার জন্য ↓ নিচে কিছু টিপস শেয়ার করছি।

১) ফেক জব অফার গুলো এমন হয় যে সাধারণ একটা কাজে অনেক বেশি পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা জাস্ট লোভ দেওয়ার জন্য। এমন হয় ধরুন অফারে বলবে ২০০ শব্দের একটা আর্টিকেল লিখতে হবে তার জন্য ১০$ দেওয়া হবে। এগুলো সঠিক কি না তা বুঝার জন্য একই ক্যাটাগরির অন্য জব অফার গুলোর সাথে মিলিয়ে দেখবেন। যদি মিল থাকে তবে এ জব অফার গুলো সঠিক ও হতে পারে।

২) ছোট প্রকারের কাজ করবেন না। সঠিক যে কাজ গুলো রয়েছে সেগুলো করুন। এমন হতে পারে সঠিক কাজ গুলোতে বেশি কষ্ট হতে পারে কিন্তু আপনি কাজ করলে পেমেন্ট পাবেন নিশ্চিত। যেমন হতে পারে Real Time Job অর্থাৎ অনলাইন কোন বিজনেস এর ম্যানেজার হিসেবে কাজ।

৩) যে জব গুলোতে বলা হচ্ছে কোন রেফার করলে টাকা দিবে বা তাদের বিজনেস সম্পর্কে শেয়ার করলে পে করবে। সেগুলো ৯০% ভুয়া হয়ে থাকে। শুধুমাত্র ফেইসবুকে জবের কথা বলছি তা না যে কোনো জায়গায় শুধু রেফার করলে টাকা দেবে এমন প্রতিশ্রুতি দিলে বুঝতে হবে এটা জব না এখানে মোটেই কাজ করার সিদ্ধান্ত নিবেন না।

৪) এমন অনেক কাজ রয়েছে যেখানে বিভিন্ন জনে করছে এবং পজিটিভ রিভিউ রয়েছে এমন কাজ গুলো করার চেষ্টা করুন। যেহেতু সবাই পজিটিভ রিভিউ দিয়েছে সেহেতু সে কাজটা অবশ্য ভালো সবাই পেমেন্ট পাচ্ছে তাই রিভিউ ভালো দিচ্ছে তো সে কাজগুলো করুন।

এই টিপস গুলো একটু মাথায় রেখে ফেসবুকে জব খুজলে অবশ্যই ভালো জব পেতে পারেন। লক্ষ রাখবেন যে কাজগুলোতে পজিটিভ রিভিউ রয়েছে এবং সাথে স্কিলের প্রয়োজন রয়েছে। টাকার লোভ করতে গেলে ধরা খেতে পারেন। তাই অনেক টাকার লোভ করবেন না।

আজকে এই পর্যন্ত। পোষ্টটি সম্পুর্ন পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী আরও একটি আর্টিকেলে।

Post a Comment

Previous Post Next Post