বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি


হায় বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন? PROBD420 ব্লগ সাইটে আপনাকে জানাই স্বাগতম। এই আর্টিকেলে আজকে আলোচনা করবো বাংলাদেশি বেস্ট ৫টি ওয়েব হোস্টিং কোম্পানি নিয়ে। আপনি হয়তো সারা পৃথিবীর বড়ো বড়ো হোস্টিং কোম্পানি সম্পর্কে আগে থেকে যানের কিন্তু আপনার দেশেও যে কিছু হোস্টিং কোম্পানি রয়েছে সেটা কি জানে। যদি না জেনে থাকেন তবে আজকে আমি আপনাদের বেস্ট ৫টি ওয়েব হোস্টিং কোম্পানির বিষয়ে জানাবো।

বর্তমানে অনলাইনে অনেক কাজেই আমাদের ডোমেইন বা হোস্টিং এর প্রয়োজন হয়ে থাকে। সে ক্ষেত্রে আমরা লোভনীয় অফার দেখে বিভিন্ন আজে বাজে হোস্টিং প্রোভাইডিং কোম্পানি থেকে হোস্টিং কিনে প্রতারণার শিকার হই। এই জন্য আজকে আমি আপনাদেরকে পরিচয় দিবো এমন ৫ টি ওয়েব হোস্টিং কোম্পানির সাথে যে কোম্পানি গুলো বহুবছরের সুনাম নিয়ে মার্কেটে দাড়িয়ে আছে।

How to Install Kinemaster Without Watermark for free Latest Version

আমি এই ৫টি কোম্পানি গুলো কে বিভিন্ন দিক থেকে যাচাই-বাছাই করে সিলেক্ট করেছি। এ সাইট গুলোতে সার্ভিস, সার্ভার আপটাইম, সাপোর্ট প্রতিনিধির আচার ব্যবহার, হোস্টিং মুল্য সবকিছুই সেরা বলে এই লিস্টে রেখেছি।

সাইটটির লিঙ্কঃ Exon Host
    1) Exon Host: এই হোস্টিং কোম্পানি টি বিগত ২০১২ সাল থেকে ওয়েব হোস্টিং সেবা প্রদান করে যাচ্ছে। এ সাইটটির সেবা কোয়ালিটি সত্যিই খুবই ভালো। তাদের প্রতিটি সার্ভিস অরিজিনাল লাইসেন্স এর আওতায়। বর্তমান সময়ে তাদের প্রায় ৪১ টিরও অধিক শেয়ার হোস্টিং সার্ভার চলমান রয়েছে। রেটিং হিসেবে এ সাইটটির সার্ভিস কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০, এবং এদের সাপোর্ট কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০। দাম এর ক্ষেত্রে তুলনামূলক ভাবে একটু হাই। কেননা কাজে এবং মানে যদি ভালো চান তবে দাম টা একটু বেশি হবে এটাই স্বাভাবিক। যাইহোক এই সাইটের .com ডোমেইন এর সর্বনিম্ন রেট 799৳ টাকা, এবং হোস্টিং 5GB 2250৳ টাকা বাৎসরিক।


সাইটটির লিঙ্কঃ HostEver
    2) HostEver: কোড ফোর হোস্ট সম্পর্কে আপনি হয়তো জানেন যদি না জেনে থাকেন নো প্রবলেম সেই কোড ফোর এর বর্তমান না হলো  HostEver। বাংলাদেশে ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় থেকে এই হোস্টিং কোম্পানি টি কাজ করে আসছে। এদের প্রতিটি সার্ভিস অরিজিনাল এবং লাইসেন্স এর আওতাধীন। রেটিং হিসেবে এ সাইটটির সার্ভিস কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০, এবং এদের সাপোর্ট কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০। দাম এর ক্ষেত্রে তুলনামূলক ভাবে একটু হাই। কেননা কাজে এবং মানে যদি ভালো চান তবে দাম টা একটু বেশি হবে এটাই স্বাভাবিক। যাইহোক এই সাইটের .com ডোমেইন এর সর্বনিম্ন রেট 750৳ টাকা, এবং হোস্টিং 1GB 1500৳ টাকা বাৎসরিক।

আপনি কি জানেন কত দিন সিম বন্ধ থাকলে মালিকানা নষ্ট হয়ে যায়?

সাইটটির লিঙ্কঃ PutulHost
    3) Putulhost: এই সাইটের কথা কি বলবো ভাবছি। কারন আমি তো এই সাইট থেকেই ডোমেইন হোস্টিং কিনে থাকি। সত্যিই খুব ভালো একটা সাইট। আমি এটা নিশ্চিত বলতে পারি বাংলাদেশের মধ্যে সব চেয়ে কম রেটে এই পিটুল হোস্ট কম দামে ডোমেন হোস্টিং প্রদান করে। এদের কিন্তু জেনুইন লাইসেন্স রয়েছে। এরা সব প্রোডাক্ট গুলো সাধ্যের মধ্যে দাম রেখেছে৷ আপনি যে সাইট টিতে এই পোস্ট টি দেখছেন এ সাইট টি ও কিন্তু এদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিয়ে তৈরি করা হয়েছে। আর কিছু বলার নেই আমি নিয়ে আপনিও নিতে পারেন।


সাইটটির লিঙ্কঃ IntelwebHost
   4) IntelwebHost: এই সাইটটির পরিচালক শিশির আহমেদ। এই প্রতিষ্ঠান টি খুবই কম দামে ডোমেইন হোস্টিং প্রদান করে থাকে । কম দাম ও বিভিন্ন অফারের কারনে এ সাইটটির শুনাম রয়েছে। ২০১৭ সাল থেকে Intelwebhost এই সার্ভিস দেওয়া শুরু করেছে৷ তুলনামূলক দাম কম হওয়ার কারনে এই সাইটটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদের প্রতিটি সার্ভিস অরিজিনাল লাইসেন্স এর আওতাভুক্ত। রেটিং হিসেবে এ সাইটটির সার্ভিস কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০, এবং এদের সাপোর্ট কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.০০। দাম এর ক্ষেত্রে তুলনামূলক ভাবে অনেক কম। যাইহোক এই সাইটের .com ডোমেইন এর সর্বনিম্ন রেট 499৳ টাকা, এবং হোস্টিং 10GB+free .com Domain 599৳ টাকা বাৎসরিক।


সাইটটির লিঙ্কঃ ApikHost
    5) ApikHost: এই সাইটটির পরিচালক আকাশ আহমেদ। এটি স্কাইলাইন আইটির একটি অংশ। এই প্রতিষ্ঠান টি কম দামে হোস্টিং ডোমেইন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিখ্যাত। ২০২০ সাল থেকে স্কাইলাইন আইটি এই সার্ভিস দেওয়া শুরু করেছে৷ তুলনামূলক দাম কম হওয়ার কারনে এই সাইটটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদের প্রতিটি সার্ভিস অরিজিনাল লাইসেন্স এর আওতাভুক্ত। এমনকি তাদের নিজস্ব সার্ভার রয়েছে। রেটিং হিসেবে এ সাইটটির সার্ভিস কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০, এবং এদের সাপোর্ট কোয়ালিটি ১০ এর মধ্যে ৯.৫০। দাম এর ক্ষেত্রে তুলনামূলক ভাবে অনেক কম। যাইহোক এই সাইটের .com ডোমেইন এর সর্বনিম্ন রেট 699৳ টাকা, এবং হোস্টিং 5GB 599৳ টাকা বাৎসরিক।



তো আজকে এই ছিলো সেরা ৫টি ওয়েব হোস্টিং কোম্পানি র লিষ্ট। এই লিস্ট টা মুলত জেনুইন এবং সব দিক দিয়ে ভালো কোম্পানি গুলোকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রায় ৮০% ওয়েবসাইট এই সব হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিয়ে তৈরি করেছে। সো আপনিও চাইলে নিতে পারেন। সাপোর্ট পাবেন বাংলা ভাষায়।


ভালোভাবে বোঝার জন্য নিচের ভিডিও টি দেখে  নিতে পারে।


তো ধন্যবাদ সম্পুর্ন লেখাটি পড়ার জন্য।

Post a Comment

Previous Post Next Post