হায় বন্ধু কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন। PROBD420 ব্লগ সাইটে আরও একটি নতুন লেখাতে আপনাকে জানাই স্বাগতম। এই লেখাটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ব্লগার ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন / Push Notification সেটআপ করা যায় একদম সহজে।
তো আপনার মনে প্রশ্ন আসতে পারে Push Notification আবার কি জিনিস?
হ্যা বন্ধু Push Notification এমন একটা নোটিফিকেশন যেটা কিনা একটা ওয়েবসাইটে প্রবেশ করার কিছু সেকেন্ডের মধ্যে চলে আসা সাবস্ক্রাইব বাটন। এই বাটন টি কিছু কিছু ওয়েবসাইটে দেওয়া থাকে যেটা কি না একজন ভিজিটরকে পার্মানেন্ট ভিজিটরে রুপান্তরিত করতে পারে।
এই পুশ নোটিফিকেশন বা Push Notification কিভাবে কাজ করে?
মাঝে মধ্যে কোন ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু সেকেন্ডের মধ্যে সাবস্ক্রাইব অথবা Allow বাটন নিয়ে একটা পপআপ বক্স চলে আসে সেটাই পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশন বলার কারন হলো এটা পপআপ ম্যাসেজের মতো আসে তারজন্য। যাইহোক এটা আসার ফলে একজন ভিজিটর ঐ সাইটের পার্মানেন্ট ভিজিটর হয়ে যায়। ধরুন আপনি কোন ওয়েবসাইটে গেলেন কয়েক সেকেন্ডের মধ্যে একটা নোটিফিকেশন আসলো এবং সেখানে লেখা রয়েছে Please Subscribe Our Site For Every Update. তখনই আপনি সাবস্ক্রাইব করে দিলে বা Allow বাটনে চাপ দিলেন এতে করে ঐ ওয়েবসাইট এর যাবতীয় আপডেট আপনার ফোনে বা, পিসি তে নোটিফিকেশন আকারে চলে আসবে৷ যখন নোটিফিকেশন আসবে আপনি সাইটের নাম ভুলে গেলেও ঐ নোটিফিকেশনে ক্লিক দিয়ে পুনরায় সাইটে প্রবেশ করলেন। অর্থৎ আপনি তাদের পার্মানেন্ট ভিজিটর হয়ে গেলেন। ঠিক যেমন ইউটিউব এ সাবস্ক্রাইব করার পর বেল আইকন বাটন অন করে দেওয়ার মতো।
তো বন্ধু আপনি যদি চান তবে আপনার ব্লগ সাইটেও একটি পুশ নোটিফিকেশন বাটন যুক্ত করতে পারেন। ফলে আপনিও পার্মানেন্ট ভিজিটর পাবেন এবং সেই সাথে Of Page SEO টা ও হয়ে যাবে।
তো পুশ নোটিফিকেশন সেটাপ করার জন্য একটা ওয়েবসাইটে একাউন্ট করতে হবে এবং সেখানে নোটিফিকেশনের ফুল প্রসেস সম্পুর্ন করতে হবে। পুশ নোটিফিকেশন টি কাস্টোমাইজ করার পর ঐ সাইট থেকে কিছু Js কোড দিবে। সেই কোড টুকু আপনার ওয়েবসাইটে সেইভ করতে হবে। তারপর কাজ শেষ।
ওয়েবসাইট টির নাম: One Signal
আশাকরি কিভাবে পুশ নোটিফিকেশন সেটাপ করবেন সেটা বুঝতে পেরেছেন। আরও ভালোভাবে বুঝার জন্য এই ভিডিওটা দেখে নিতে পারেনঃ
ধন্যবাদ!
Post a Comment