এক ক্লিকে ফেসবুকের সকল Friend কে Unfriend করুন খুব সহজে
হায় প্রিয় পাঠকবৃন্দ। আজ আপনাদের সাথে আরও একটা নতুন এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো। এটা নিশ্চিত যে আপনাদের সবার ফেসবুকে প্রোফাইল রয়েছে এবং সেই সাথে প্রোফাইলে অনেক ফ্রেন্ড রয়েছে। ফ্রেন্ড থাকা কোন সমস্যা নয় কিন্তু সেই ফ্রেন্ড গুলো যদি হয় আনঅ্যাক্টিভ অর্থাৎ আপনার ফ্রেন্ডের ১০% ফ্রেন্ড দিনের পর দিন অনলাইনে আসে না। এটার কারন হচ্ছে আমরা যখন ফেইসবুকে আইডি খুলি তখন ইচ্ছে মতো ফ্রেন্ড রিকুয়েষ্ট দেয় এবং আমাদের একাউন্টে আসা ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করি। এর ফলে ফ্রেন্ডের পরিমাণ অনেক বেড়ে যায় কিন্তু এই অপরিচিত আইডি গুলো একসময় আর লগিং করে না বা সে একাউন্ট গুলো আর অনলাইন হয় না যার ফলে আমাদের ফ্রেন্ডের পরিমাণ অনেক থাকে কিন্তু সেই তুলনায় একটিভ পাই না এবং রিয়াকশনও পাই না। রিয়াকশন অর্থাৎ আইডিতে করা পোষ্টে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি আসে না।
তো যেহেতু আমাদের পোষ্টে রিয়াকশন আসে না, তারপর কোন একটিভ বন্ধু পাই না সেহেতু আইডিতে ঐ সব ফেক প্রোফাইল অর্থাৎ বন্ধু গুলো রেখে জায়গা জোড়া করে কোন লাভ নেই। তাই এই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়, ডিএক্টিভ ফ্রেন্ডকে এক ক্লিকে কিভাবে দুর করা যায় তাই আজকের আলোচনার বিষয়।
আর এই প্রসেসটি কোন Java Script Code, Token, Thermax, Boat Browser, Chrome Extension ছাড়াই এক নিমেষে সব অপ্রয়োজনীয় ফেইসবুক ফ্রেন আনফ্রেন্ড করতে পারবেন। এবং সেই সাথে সুবিধা হলো এটি করার পর আপনার Fb ID ১ ঘন্টা বা, ২ ঘন্টার জন্য বন্ধ হবে না।
আপনাদের সাথে এই টিপস টি শেয়ার করার পূর্বে আমার দুইটা FB ID তে টেষ্ট করে দেখেছি অর্থাৎ এটা অরিজিনালে কাজ করে।
তো ফ্রেন্ডস এক ক্লিকে ফেসবুকে ফ্রেন্ড আনফ্রেন্ড করতে একটা অ্যাপস ইন্সটল করতে হবে যেটা প্লে ষ্টোরে ফ্রী তে পেয়ে যাবেন।
App Details:
App Name: MonokaiToolkit
App Size: 16mb
Note:- এই অ্যাপে আপনার ব্যক্তিগত কোনো তথ্য সংরক্ষণ করে রাখবে না এবং প্রতি সেকেন্ডে ১ টি আইডি আনফ্রেন্ড করতে সক্ষম।
তো চলুন স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাই কিভাবে এটিতে কাজ করবেনঃ
 |
1-No Screenshot |
প্রথমেই আপনার ফোনে থাকা প্লে ষ্টোর অ্যাপের মধ্যে প্রবেশ করুন। তারপর সার্চ বারে লিখুন MonokaiToolkit নাম টি এবং সার্চ করুন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ১ নম্বর ছবির মতো অ্যাপটি শো করবে। তারপর একটা Install বাটন দেখতে পাবেন সেই বাটন টিতে ক্লিক দিলে অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি নেট স্পিড ঠিক থাকে তবে তাড়তাড়ি ডাউনলোড সম্পন্ন হবে এবং সাথে সাথে Install নিয়ে নেবে। Install নেওয়ার সময় Installing লেখা আসবে ঘাবড়ে জাবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন। তারপর দেখবেন এক পাশে Uninstall লেখা আসবে এবং অন্য পাশে Open লেখা আসবে। তো আপনি Open বাটনে ক্লিক দিবেন। এবং পরের ইন্টারফেসে চলে যাবেন।
 |
2- No Screenshot |
Open বাটনে ক্লিক দেওয়ার পর ২ নম্বর ছবিটির মতো Update New version লেখা আসবে। অর্থাৎ যখন অ্যাপটি ওপেন করবেন তখনই অটোমেটিক আপডেট নেওয়া শুরু করবে। আপডেট নিতে একটু সময় নিতে পারে।
 |
3- No Screenshot |
আপডেট নেওয়ার পর Welcome লেখা আসবে ৩ য় ছবিটির মতো এবং একটু নিচের দিকে লেখা পাবরন Get Started এই বাটানটিতে ক্লিক করবেন। Get Started এ ক্লিক করার পর আর একটি ইন্টারফেস অর্থাৎ 4 নম্বর ছবির মতো পাবেন।
 |
4- No Screenshot |
যখন Save লেখা বাটন পাবেন অর্থাৎ 4 নম্বর ছবির মতো আসবে তখন Save লেখাে উপরে আর-ও একটি বাটন পাবেন সেটাতে ক্লিক দিবেন। তারপর সেখানে বিভিন্ন ভাষা আসবে আপনি English সিলেক্ট করবে।
 |
5- No Screenshot
|
English Language Select করার পর Save বাটনে চাপ দিন তারপর আরও একটি নতুন পেজে নিয়ে যাবে।
 |
6- No Screenshot |
নতুন পেজ মানে সব সেটিং সেষ হবে। অর্থাৎ Finish লেখা বাটন পাবেন। সেটাতে ক্লিক দিবেন।
 |
7- No Screenshot |
Finish করার পর Account Add করার বাটন আসবে। 7 নম্বর ছবির মতো পাবেন। এবার ADD ACCOUNT এ চাপ দিন। তারপর দেখবেন Log In করার ইন্টারফেস পাবেন।
 |
8- No Screenshot |
Log In করার ইন্টারফেস আসলে Mobile Or Email এর জায়গায় আপনার ফেসবুকে একাউন্ট যা দিয়ে খোলা সেটা দিন। তারপর Password এর ঘরে পাসওয়ার্ড দিয়ে Log In বাটন চাপ দিন।
 |
9- No Screenshot |
Log In হয়ে গেলে অটোমেটিক Set-up শুরু হয়ে যাবে। অর্থাৎ Finding Key লেখা আসবে। তারপর অটোমেটিক Meet Your Friend লেখা আসবে।
 |
10- No Screenshot |
তখন 11 নম্বর ছবির মতো Add শো করতে পারে। x বাটনে চেপে কেটে দিবেন।
 |
11- No Screenshot |
এরপর দেখবেন Account Log In হয়ে গেছে। Log In হয়ে গেলে অরিজিনাল ফেসবুকের মতো ইন্টারফেস পাবেন। কিন্তু তাতে নতুন কিছু Icon পাবেন।
 |
12- No Screenshot |
এই 12 নম্বর ছবিতে যে সব আইকন দেখতে পাচ্ছেন তার মধ্যে Colour দিয়ে ঘিরে দেওয়া টুলকিট Icon এ ক্লিক করুন। তারপর আরও একটি নতুন পেজে নিয়ে যাবে।
 |
13- No Screenshot |
এই পেইজটিতে পাবেন Clean your friend list লেখা একটি টাইটেল। 13 নম্বর ছবির দিকে লক্ষ করুন সবুজ কালার দিয়ে ঘিরে দিয়েছি। তারপর Clean your friend list অপশনে ক্লিক করার পর নিচের ইন্টারফেসে নিয়ে যাবে।
 |
14- No Screenshot |
এই পেজে আপনি পাবেন আনফ্রেন্ড করার জন্য বেশ কয়েকটি অপশন। তারমধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনটা অপশন আমি কালারিং করে দিয়েছি। Not Interaction অর্থাৎ যারা আপনার করা পোষ্টে কোন রিয়াকশন দেয় না মানে লাইক, কমেন্ট, শেয়ার করে না।
Deactivated account মেনু অর্থাৎ যে সকল ফ্রেন্ড Deactive হয়ে আছে।
Remove all friend মানে সকল ফ্রেন্ড দের আনফ্রেন্ড করার যাবে এক বাটনে। তো এই বাটন গুলো দিয়ে আপনি আলাদা আলাদা প্রসেসে ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারেন। তো আজ আমি একটা প্রসেসে অর্থাৎ যারা আমার পোষ্টে কোন রিয়াকশন দেয় না তাদের আনফ্রেন্ড করে দেখাচ্ছি।
 |
15- No Screenshot |
তো যদি যারা পোষ্ট রিয়াকশন করে না তাদের আনফ্রেন্ড করতে চান তাহলে Not Interaction বাটন সিলেক্ট করুন। আর Start Scan বাটনে চাপ দিন। সাথে সাথে স্ক্যান শুরু হয়ে যাবে।
 |
16- No Screenshot
|
স্ক্যান শেষ হয়ে গেলে Scan result আসবে। সেখানে অনেক ফ্রেন্ড দেখতে পাবেন। এই ফ্রেন্ড গুলো সেই ফ্রেন্ড যারা আপনার সাথে এড আছে কিন্তু কোন কাজে আসে না। তো আপনি মায়া না করে ডিরেক্ট Select All দিয়ে Delete Friend বাটনে চাপ দিন বা Unfollow বাটে চাপ দিয়ে আনফলো করে রাখুন। তো যখন Delete Friend এ চাপ দিবেন।
 |
17- No Screenshot |
তখন একটা Notification আসবে সেখানে থাকবে Are you sure you want to unfriend these 000 people? তো এই লেখাটির মাধ্যমে আপনাকে কনফার্ম করতে বলছে আপনি কি এত ফ্রেন্ড আনফ্রেন্ড করতে চান কি না। যদি চা তবে Ok চাপিন আর না চাইলে Cancel.
 |
18- No Screenshot
|
যখন ok দিবেন তখন Notification আসবে Remove 1 friend, 2 friend, 3 friend ইত্যাদি। তার মানে আপনার আনফ্রেন্ড করা কাজ শুরু হয়ে গেছে।
 |
19- No Screenshot |
তারপর যতগুলো ফ্রেন্ড আনফ্রেন্ড করতে দিছিলেন সেগুলো আনফ্রেন্ড করে লাষ্ট Notification আসবে Remove 000 Friend আর নিচে আসবে Ok বাটন। এই ok বাটনে চাপ দিলে সিলেক্ট করা সব ফ্রেন্ড আনফ্রেন্ড সম্পুর্ন হলো।
তো এইভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় বন্ধু দের আনফ্রেন্ড করে ফেসবুকে প্রোফাইল টাকে করে নিতে পারেন ক্লিন।
আমি পূর্বেই বলেছি এই অ্যাপ টি আপনাদের কোন তথ্য সংরক্ষণ করবে না৷ আর যদি কনফিউশান লাগে তবে ID লগ আউট করে নিতে পারেন এবং এই অ্যাপের App Data ক্লিয়ার করে দিতে পারেন।
আশা করি এই লেখাটির মাধ্যমে আপনাদের অনেক বড়ো ঝামেলার হাত থেকে রেহাই পেতে পেরেছেন। যদি উপকার হয় তবে শেয়ার করবেন।
ধন্যবাদ!!!
Tags: ডিজেবল ফ্রেন্ড রিমুভ, ফেসবুক ফ্রেন্ড রিমুভ, ফেসবুকে আনফ্রেন্ড, ফেসবুকে মার্ক করে আনফ্রেন্ড করুন, ফেসবুকের সকল বন্ধু ডিলিট করুন এক ক্লিকে, ফেসবুকের সকল মৃত ফ্রেন্ড রিমুব করুন এক ক্লিকেই, all friends remover for facebook android, best app for facebook unfriend, deactivated facebook accounts on friends list, easy way to delete facebook friends, extension facebook inactive friends removal, facebook deleting friends glitch, facebook deleting friends glitch 2019 facebook unfriend app, facebook friend remover 2020, facebook friend remover apk, facebook friend remover app 2019, facebook friend remover app 2020, facebook friend remover pr, facebook friends remover batch delete 2020, facebook inactive friends removal, facebook inactive friends removal 2019, facebook social toolkit, facebook toolkit, facebook unfriend app, facebook unfriend app download, friend remover pro apk download android, friend remover pro doesn t work, friend remover pro doesn't work, friend remover roblox, how to check remove friends on facebook, how to delete a friends account on facebook, how to delete all friends, how to delete invisible friends on facebook, how to delete multiple friends on facebook, how to delete someone from facebook messenger, how to friend unfriend facebook, how to mass delete friends on facebook, how to mass delete on facebook, how to politely unfriend someone on facebook, How To Remove All Facebook Friend in One Click, how to unfriend all friends on facebook, mass unfriend facebook app, quick way to delete friends on facebook, remove facebook friends, Unfriend all friends, unfriend all friends on facebook at once script, unfriend app, unfriend finder extension chrome, what happens when you unfriend on facebook,
Post a Comment