সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। PROBD420 ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে আরও একটা নতুন বিষয়ে স্বাগতম। এই আর্টিকেলে আমি আলোচনা করবো কিভাবে কম্পিউটারে মোবাইল এপ ব্যবহার করা যেতে পারে।

ডেক্সটপে মোবাইল এপ ব্যবহার করার সহজ পদ্ধতি ২০২২

তো বন্ধুরা আমরা যখন কম্পিউটার কাজ করতে বসি তখন অনেক ক্ষেত্রে মোবাইলএর প্রয়োজন পড়ে। Facebook, WhatsApp, IMO ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলোতে ম্যাসেজ চেক করতে। বা গুরুত্বপূর্ণ কোনো দরকারে আমরা মোবাইল ব্যবহার করি। যখন আমরা গুরুত্বপূর্ণ কাজ করি তখন যদি আবার ফোনের দিকে মোন চলে যায় তাহলে অবশ্যই কাজে ব্যাঘাত ঘটে। বা, এমন হয় যে ফোনে কোন সমস্যা হয়েছে সে ক্ষেত্রে কম্পিউটারে আপনি ফোনের সকল এপ ব্যবহার করতে পারবেন।

তো বন্ধুরা এই সুবিধা ব্যবহার করার জন্য Bluestacks নামের একটি কম্পিউটার সফটওয়্যার আপনাকে সাহায্য করতে পারে। এ সফটওয়্যার টি কিন্তু ফ্রীতে পেয়ে যাবেন সেই সাথে এর ফিচার গুলো খুব আধুনিক এবং সুন্দর। নিচে দেওয়া লিংকে ক্লিক করে এই Bluestacks 10 or 9 ভার্সন ডাউনলোড করে নিতে পারবেনঃ

BlueStacks

এই সফটওয়্যার টি যেভাবে ডাউনলোড করবেনঃ

Step 1) উপরের ওয়েবসাইট লিংক টিতে প্রবেশ করুন। সেখান থেকে Bluestacks 10 অথবা Bluestacks 5 যেটা আপনার ভালোলাগে ডাউনলোড করে নিন। (এখানে Bluestacks 10 কিন্তু মোবাইল গেম খেলার মতো করে তৈরি করা হয়েছে)।

Step 2) তো যখন ডাউনলোড করার জন্য ক্লিক করবেন তখন একটা pop-up বক্স আসবে অর্থাৎ কোথায় আপনি এই ডাউনলোড ফাইল টি সেভ করতে চান সেখানে সিলেক্ট করবেন। তারপর সঙ্গে সঙ্গে ডাউনলোড সুরু হয়ে যাবে।

Step 3) তারপর ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। সাথে সাথে একটি ডায়লগ বক্স আসবে সেটিতে Yes বাটনে চাপ দিবেন।

Step 4) তারপর সফটওয়্যার টি ইনেস্টালের Pop-up খুলে যাবে। পপআপ টিতে Yes করলে Bluestacks কম্পিউটার এর সি ড্রাইভে ইনেস্টাল নেওয়া শুরু করবে। কিন্তু আপনি যদি মনে করেন "Customize Installation" লেখা বাটনে ক্লিক দিবেন তাহলে আপনি নিজের পছন্দ মতো ফিচার গুলো ইনেস্টাল করতে পারেন।

এরপর, দেখবেন Bluestacks সফটওয়্যার টি ডাউনলোড হওয়া শুরু করবে। যখন ডাউনলোড হবে তখন কোন কিছু করার প্রয়োজন নেই কারন সব অটোমেটিক হতে থাকবে। আপনি যদি চান তবে ডান সাইডের আইকনে ক্লিক করে এর সুবিধা গুলো সম্পর্কে জানতে পারেন। আর সেটিংস বাটনে চাপ দিয়ে এর বিভিন্ন সেটিংস গুলো পরিবর্তন করতে পারেন।


Bluestacks যেভাবে মোবাইল সফটওয়্যার ডাউনলোড এবং ইনেস্টাল করবেনঃ

এই সফটওয়্যার টি কম্পিউটারে যখন ইনেস্টাল সম্পুর্ন হবে তখন এই সফটওয়্যারের মধ্যে আপনি ফোনের এপ গুলো ব্যবহার করতে পারবেন৷ তো মোবাইলে যেমনে সফটওয়্যার ডাউনলোড করে এখানেও তেমনি করতে পারবেন। Bluestacks সফটওয়্যার টি ইনেস্টাল হবার পর এটির মধ্যে কিছু এপ্স, কিছু গেমস ও প্লেস্টোর ইত্যাদি এপ্স ইনেস্টাল করা থাকবে। যেহেতু প্লেস্টোর পেয়ে যাবেন সেহেতু ফোনের সকল এপ্স ইনেস্টাল করা আপনার কাছে নিশ্চয়ই কোন ব্যাপার না।

এপ্স ইনেস্টাল করার পাশাপাশি আনইনেস্টালের বিষয় টা রয়েছে৷ তাই Bluestacks এর হোম পেইজ থেকেই মোবাইলের মতো চেপে ধরে আনইনেস্টাল করে দিতে পারেন। তো চেপে ধরবেন কিভাবে চেপে ধরার জন্য মাউস ব্যবহার করতে হবে। মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলে আনইনেস্টাল এপ ইনফো, ডেক্সটপ শর্টকাট লেখা দেখতে পারবেন। তারপর Uninstall বাটনে চাপ দিলে সাথে সাথে এপটি আনইনেস্টাল হয়ে যাবে।

তো বন্ধুরা কিভাবে খুব সহজে কম্পিউটারে মোবাইল এপ ব্যবহার করতে পারেন তার সম্পুর্ন ধারনা পেয়ে গেছেন। তো যদি বুঝতে কোন অসুবিধা হয়ে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যিই এই কন্টেন্ট আপনাকে উপকার করে থাকে তবে অবশ্যই শেয়ার করবে।

সম্পুর্ন কন্টেন্ট টি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ!!!

Post a Comment

Previous Post Next Post