কিভাবে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ইনেস্টাল করবেন? কিভাবে কাইনমাস্টার থেকে ওয়াটারমার্ক রিমুভ ‍করবেন?

হায় বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন? আরও একটি নতুন টপিকে আপনাকে জানাই স্বাগতম। আমরা যারা ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করতে চাই তাদের একটাই প্রবলেম সেটি হলো ভিডিও তৈরি করার পর এডিটিং করার জন্য ফ্রী ভালো কোন সফটওয়্যার বা অ্যাপ পাই না। আর পেলেও সে অ্যাপ টাকা দিয়ে কিনে নিতে হয় তাছাড়া এ অ্যাপ দিয়ে ভিডিও এডিট করার পর ওয়াটারমার্ক অর্থাৎ অ্যাপ কোম্পানির লোগো থেকে যায়।

তো আপনি হয়তো কাইনমাস্টার অ্যাপের কথা শুনেছেন। আর যদি না শুনে থাকেন তবে বলি কাইনমাস্টার হলো একটি খুব ভালো ভিডিও এডিটিং অ্যাপ। এটি আপনি প্লেস্টোরে সচারাচর পেয়ে যাবেন। কিন্তু এ অ্যাপ ব্যবহার করে ভিডিও এডিট করলে ভিডিও এক্সপোর্ট করার পর কাইনমাস্টার লোগো থেকে যায়। অর্থাৎ এ অ্যাপ টি দিয়ে ভিডিও এডিট করতে হলে অবশ্যই একটা এমাউন্ট দিয়ে কিনে নিতে হবে। তারপরই একমাত্র লোগো ছাড়া এক্সপোর্ট করতে পারবেন।

তো বন্ধুরা আমারা যারা ইউটিউবিং শুরু করি তাদের এই ক্যারিয়ারে সর্বপ্রথম বাধা হলো এই অ্যাপ বাই করা। তো আজ আমি আপনাদের জন্য এই বড় সমস্যার সমাধান নিয়ে আসলাম।

এই আর্টিকেলে আপনার জন্য নিয়ে আসলাম ওয়াটার মার্ক ছাড়া বা লোগো ছাড়া কাইনমাস্টার অ্যাপ। এই অ্যাপ টির মাধ্যমে আপনি যে কোন কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন। এটিতে রয়েছে ক্রোমা কি ফিচার অর্থাৎ এই ফিচারের মাধ্যমে আপনার করা গ্রিন স্ক্রিন এর ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এমন কি প্লেস্টোর থেকে কাইনমাস্টার কিনে নিলে যে সব ফিচার পাবেন তার সব ফিচার এটিতে পাবেন।

এমনকি যে অ্যাপ টি আপনার আজ আমি প্রদান করবো সেটি ২০২২ সাল এর একদম লেটেস্ট ভার্সন। এটির ভার্সন হলো 5.2.9।

তো বন্ধু এ লেখাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাইনমাস্টার এপ টি ডাউন-লোড করে নিতে পারেন।

কিভাবে Camtasia সফটওয়্যারটি Watermark ছাড়া ইনস্টল করবেন?

তো ডাউন-লোড করার জন্য নিচে দেওয়া ড্রাইভ লিংক টা কপি করে নিন।

hattps://drive.google.com/file/d/1tQpTsEUximktLsfAuIopofvLapSbN_n0/view 

কপি করা হয়ে গেলে আপনার ফোনে থাকা যে কোন ব্রাউজার অর্থাৎ Google Chrome, Firefox, Opera যে কোন ব্রাউজার থাকলে সেটি ওপেন করে সার্চ বক্সে পেষ্ট করুন লিংক টা। পেষ্ট করা হয়ে গেলে সার্চ করুন। তারপর দেখবেন নিছের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস পাবেন।


যখন লিংক টি সার্চ করবেন ঠিক উপরে দেওয় ইন্টারফেস টি পাবেন। এই ইন্টারফেস টি আসলে লাল কালার দিয়ে ঘিরে দেওয়া ⬇ ডাউন-লোড আইকনে ক্লিক করুন দেখবেন আরও একটা পেজে নিয়ে যাবে।


যখন এই পেজটি আসবে তখন বুঝবেন লিংক টা ঠিক আছে। Kinemaster অ্যাপ টি 78 এমবির একটি অ্যাপ। এটি ডাউন-লোড করার জন্য Down-load anyway অর্থাৎ লাল কালার দিয়ে ঘিরে দেওয়া অফশনে ক্লিক করবেন। দেখবেন সাথে সাথে ডাউন-লোড হওয়া শুরু করবে। আর যদি মোবাইল দিয়ে ডাউন-লোড করার চেষ্টা করেন তবে Down-load anyway বাটনে ক্লিক দিলে নিচে দেওয়া ইন্টারফেসটির মতো আসবে।


এই পপআপ বক্স টি আসলে ডাউন-লোড বাটনে ক্লিক দিবেন দেখবেন সাথে সাথে এটি ডাউন-লোড হওয়া শুরু হয়ে যাবে।

ডাউন-লোড করার পর কিভাবে সেটআপ করবেন সেটা দেখার জন্য নিচের ভিডিও টি দেখে নিবেন। এই ভিডিও ছাড়া ইনেস্টাল করতে পারবেন না। আর যদি ইনেস্টাল করেনও তবে ওয়াটার মার্ক দুর হবে না।

ভিডিওটি অনুশারে সেটাপ করে নিবেন। তারপরও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই কন্টেন টি থেকে আপনার সত্যি কোন উপকার হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লেখাটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ!!!

Post a Comment

Previous Post Next Post