কিভাবে ফ্রি Camtasia Studio 9 সফটওয়্যার টি ডাউন লোড ও ইনস্টল করবেন?
হায় বন্ধুরা কেমন আছেন, আশাকরি ভালো আছেন? আরও একটি নতুন লেখাতে আপনদের জানাই স্বাগতম। এই কন্টেন্টে আপনাদের দেখাবো কিভাবে Camtasia Studio 9 সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনেস্টাল করবেন একদম ফ্রি অর্থাৎ How to install Camtasia without watermark.
Camtasia সফটওয়্যার টি আমরা ব্যবহার করি ভিডিও ইডিটিং এবং স্ক্রিন রেকর্ড করার জন্য। কিন্তু সফটওয়্যার টি মুলত প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যার টি টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হবে। আর যদি না কিনে ব্যবহার করেন তবে যখন কোন ভিডিও ইডিট করবেন এবং সেভ করবেন তখন সে ভিডিও তে Watermark অর্থাৎ এই সফটওয়্যার এর লোগো দেওয়া থাকবে।
এটা কিন্তু খুবই বিরক্তি কর একটা বিষয় কারন যখন একটা ভিডিও ইডিট করে সেভ করবেন তখন যদি অন্য কোম্পানির লোগো শো করে তবে ভিডিওর মুল্য থাকে না। যারা এই ভিডিও দেখবে তারাই বুঝবে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করে ভিডিও টি এডিট করছেন।
তাই এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের এই লেখা। আমি আপনাদের এই সফটওয়্যার টির একটি ডাউন-লোড লিংক প্রদান করবো। সেখান থেকে সফটওয়্যার টি ডাউন-লোড করলে আপনার টাকা দিয়ে কেনার প্রয়োজন হবে না। এমন কি সেটাতে Watermark অর্থাৎ কোম্পানির লোগোও শো করবে না৷
আর সেই সাথে সফটওয়্যার টি কিভাবে আপনার পিসিতে ইনেস্টাল দিবেন সেটা দেখিয়ে দিয়েছি একটা ভিডিও তে। সঠিক ভাবে ইনেস্টাল করে ব্যবহার করার জন্য সেই ভিডিও টা দেখে ইনেস্টাল করুন। আপনাদের সুবিধার্থে ভিডিও টি এই আর্টিকেলের একদম নিচে দেওয়া হয়েছে।
কিভাবে ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ইনেস্টাল করবেন?
তো বন্ধুরা সফটওয়্যার টি ডাউন-লোড করার জন্য নিচে দেওয়া ড্রাইভ লিংক টি কপি করে নিন।
https://drive.google.com/file/d/1ZoZMqvjOvDHvEn8YEkD2wKzNyKFZAuXv/view
লিংটি কপি করা হয়ে গেলে আপনার ফোনের যে কোন ব্রাউজার যেমন Chrome, Firefox, Opera ইত্যাদি যেকোন ব্রউজার ওপেন করুন। ওপেন করার পর গুগোল সার্চ বক্সে লিংটি পেষ্ট করুন।
পেষ্ট করা হয়ে গেলে সার্চ করুন দেখবেন সাথে সাথে ড্রাইভের মধ্যে নিয়ে যাবে।
যখন লিংক টি সার্চ করবেন ঠিক উপরে দেওয় ইন্টারফেস টি পাবেন। এই ইন্টারফেস টি আসলে ঘিরে দেওয়া ⬇ ডাউন-লোড আইকনে ক্লিক করুন দেখবেন আরও একটা পেজে নিয়ে যাবে।
যখন এই পেজটি আসবে তখন বুঝবেন লিংক টা ঠিক আছে। Camtasia Studio 9 সফটওয়্যারটি 365 এমবির একটি সফটওয়্যার। এটি ডাউন-লোড করার জন্য Down-load anyway অর্থাৎ লাল কালার দিয়ে ঘিরে দেওয়া অফশনে ক্লিক করবেন। দেখবেন সাথে সাথে ডাউন-লোড হওয়া শুরু করবে।
আর যদি মোবাইল দিয়ে ডাউন-লোড করার চেষ্টা করেন তবে Down-load anyway বাটনে ক্লিক দিলে নিচে দেওয়া ইন্টারফেসটির মতো আসবে।
এই পপআপ বক্স টি আসলে ডাউন-লোড বাটনে ক্লিক দিবেন দেখবেন সাথে সাথে এটি ডাউন-লোড হওয়া শুরু হয়ে যাবে।
ডাউন-লোড করার পর কিভাবে সেটআপ করবেন সেটা দেখার জন্য নিচের ভিডিও টি দেখে নিবেন। এই ভিডিও ছাড়া ইনেস্টাল করতে পারবেন না। আর যদি ইনেস্টাল করেনও তবে ওয়াটার মার্ক দুর হবে না।
ভিডিওটি অনুশারে সেটাপ করে নিবেন। তারপরও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি এই কন্টেন টি থেকে আপনার সত্যি কোন উপকার হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লেখাটি শেয়ার করবেন।
ধন্যবাদ!!!
good
ReplyDeletePost a Comment