Add to your site Click To Love effect JavaScript Code Free
প্রথম ছবিতে যেটা দেখতে পারছেন আশা করি বুঝছেন কোথায় এটা। এটা হলো ব্লগারের এডমিন প্যানেল। তো আপনি আপনার ব্লগারের এডমিন প্যানেলে যান। তারপর Theme লেখা অপশনে ক্লিক করুন। তার নিচে ছবিটির মতো পাবেন।
পপআপ ব্ক্স টিতে Edit HTML নামে মেনু পাবেন সেটিতে ক্লিক দিবে। তখন দেখবেন হিজিবিজি লেখা কোড চলে আসছে। তখন আপনি এই ব্লগে দেওয়া যে কোড টা পাবেন সেটিকে কপি করে ব্লগের হিজিবিজি লেখার নিচের দিকে পেস্ট করবে। শুধু যেখানে সেখানে পেষ্ট করলে হবে না তার জন্য স্ক্রিনশট দেখে বুঝে পেষ্ট করুন।
<script type="text/javascript">
//<![CDATA[
!function(e,t,a){function n(){c(".heart{width: 10px;height: 10px;position: fixed;background: #f00;transform: rotate(45deg);-webkit-transform: rotate(45deg);-moz-transform: rotate(45deg);}.heart:after,.heart:before{content: '';width: inherit;height: inherit;background: inherit;border-radius: 50%;-webkit-border-radius: 50%;-moz-border-radius: 50%;position: fixed;}.heart:after{top: -5px;}.heart:before{left: -5px;}"),o(),r()}function r(){for(var e=0;e<d.length;e++)d[e].alpha<=0?(t.body.removeChild(d[e].el),d.splice(e,1)):(d[e].y--,d[e].scale+=.004,d[e].alpha-=.013,d[e].el.style.cssText="left:"+d[e].x+"px;top:"+d[e].y+"px;opacity:"+d[e].alpha+";transform:scale("+d[e].scale+","+d[e].scale+") rotate(45deg);background:"+d[e].color+";z-index:99999");requestAnimationFrame(r)}function o(){var t="function"==typeof e.onclick&&e.onclick;e.onclick=function(e){t&&t(),i(e)}}function i(e){var a=t.createElement("div");a.className="heart",d.push({el:a,x:e.clientX-5,y:e.clientY-5,scale:1,alpha:1,color:s()}),t.body.appendChild(a)}function c(e){var a=t.createElement("style");a.type="text/css";try{a.appendChild(t.createTextNode(e))}catch(t){a.styleSheet.cssText=e}t.getElementsByTagName("head")[0].appendChild(a)}function s(){return"rgb("+~~(255*Math.random())+","+~~(255*Math.random())+","+~~(255*Math.random())+")"}var d=[];e.requestAnimationFrame=function(){return e.requestAnimationFrame||e.webkitRequestAnimationFrame||e.mozRequestAnimationFrame||e.oRequestAnimationFrame||e.msRequestAnimationFrame||function(e){setTimeout(e,1e3/60)}}(),n()}(window,document);
//]]>
</script>
আপনার ব্লগারের HTML কোডের একদম নিচের দিকে চলে যাবেন। সেখানে শেষ বডি ট্যাগ অর্থৎ </body> এটা লিখে সার্চ করবেন পেয়ে যাবেন। ঠিক এই লেখাটির উপরে বা আগে স্পেস দিয়ে ওখানো পেষ্ট করে দিবেন।
ছবিতে নিশ্চয়ই দেখতে পারছেন কেমনে পেষ্ট করছি। ঠিক ঐ </body> ট্যাগের উপরে পেষ্ট করে সেভ করে দেবেন। তারপর দেখবেন ভালোবাসা আর ভালোবাসা অর্থৎ কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করে মাউচ দিয়ে ক্লিক দেয়ে সে শুধু লাভ লাভ দেখবে ক্লিকের জায়গায়।
আপনি ডেমো সাইট ভিজিট করে দেখে নিন কেমন লাভ বা হার্ট ইফেক্ট আসে।
আরও ভালো ভাবে বোঝার জন্য নিচের ভিডিও টি দেখে নিন।
আশাকরি আমার এই লেখাটির মাধ্যমে আপনার উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তবে অবশ্যই এই আর্টিকেল টি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে।
ধন্যবাদ সম্পুর্ন লেখাটি পড়ার জন্য।
Post a Comment