আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা আজকের এই লেখার মাধ্যমে পৃথিবীর শীর্ষে থাকা দশটি ফ্রী ফায়ার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চলেছি।
আমরা যারা ফ্রি ফায়ার খেলি তাদের মনে সবসময় একটি প্রশ্ন জাগে যে পৃথিবীর সেরা ফ্রী ফায়ার চ্যানেল কোনটি? তো সেই সব গেম পাগোল বন্ধুদের জন্য আজকের এই লেখাটি লেখা। আর এ কথাটি বললে ভুল হবে না যে ফ্রী ফায়ার বর্তমান পৃথিবীতে সবথেকে জনপ্রিয় গেম। অবাক করার মত বিষয় হচ্ছে এই ফ্রী ফায়ার গেম খেলে নয়তোবা এ সম্পর্কীয় ইনফরমেটিভ ভিডিও আপলোড দিয়ে লিস্টে থাকা চ্যানেলগুলো প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। তো চলুন দেরী না করে জেনে নেওয়া যাক লিস্টে কোন কোন চ্যানেল রয়েছে।
No. 10
এ অবস্থানে রয়েছে TWO SIDE GAMERS। এ চ্যানেলটি এখনো পর্যন 1100+ প্লাস ভিডিও আপলোড দিয়েছে। এ চ্যানেলটি মোটামুটি সপ্তাহে 10 টি ভিডিও আপলোড দিয়ে থাকে। এছাড়া এই চ্যানেলটি ইউটিউবে যাত্রা শুরু করে 2018 সাল থেকে। তো এ চ্যানেলের মালিক প্রকৃতপক্ষে দুজন এবং তাদের আইডির নাম হচ্ছে THG Hritik level 71 এবং THG Chog level 68। তো যাইহোক বর্তমান সময়ে চ্যানেলটির মোট সাবস্ক্রাইব এর সংখ্যা 97 লক্ষ আর ইউটিউব থেকে চ্যানেলটি মোটামুটি 13 হাজার ইউএস ডলার আয় করে। যা বাংলা টাকায় প্রায় 10 লক্ষ টাকা। এরপর,
No. 9
অবস্থানে রয়েছে Rendy Rangers। তো বন্ধুরা এই চ্যানেলটি হচ্ছে ইন্দোনেশিয়ার সার্ভারের। এই চ্যানেলে ফ্রী ফায়ার এর যাবতীয় আপডেট তথ্য নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। এই চ্যানেলটির মালিক এর নাম হচ্ছে Chao Rendy আর সে ছেলেটি হচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দা। এই চ্যানেলটি ইউটিউবে কাজ করছে 2011 সাল থেকে। চ্যানেলটির মোট ভিউ প্রায় 1.2 বিলিয়ন। বর্তমান সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব 90 লক্ষ। চ্যানেলটি ইউটিউব থেকে প্রতিমাসে 8500 USD অর্থাৎ বাংলা টাকার ৮ লক্ষ টাকা আয় করে। এরপর,
No. 8
অবস্থানে রয়েছে KAMAS PAKA Z। এই চ্যানেলটি এখনো পর্যন্ত 890 ভিডিও আপলোড দিয়েছে। আর এই চ্যানেলে ফ্রী ফায়ার গেম প্লে আপলোড দেওয়ার সাথে সাথে টিকটকের বিভিন্ন রিয়াকশন ভিডিও আপলোড দেওয়া হয়। আর এই চ্যানেলের প্লেয়ারকে ইন্দোনেশিয়ার বেস্ট স্নাইপার বলে ডাকা হয়। এটি ইউটিউবে কাজ করছে 2013 সাল থেকে। বর্তমানে চ্যানেলটিতে মোট 83 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব থেকে প্রতিমাসে 3900 USD অর্থাৎ 3 লক্ষ 30 হাজার টাকা আয় করে। এরপর,
No. 7
অবস্থানে রয়েছে Desi Gamers। এ চ্যানেল টি 2015 সাল থেকে ইউটিউবে কাজ করছে। চ্যানেলটির মোট ভিউ প্রায় 940 মিলিয়ন। এ চ্যানেলটির মালিক এর নাম হচ্ছে অমিত। অমিতের বাড়ি হচ্ছে কোলকাতাতে। এই চ্যানেলটির ভিডিও এঙ্গেসমেন্ট বেশ ভালো। ভিডিও ছারলে দুই থেকে তিন মিলিয়ন ভিউ হয়। এছাড়া এই চ্যানেলে গেম প্লে, লাইভ স্ট্রিমিং, এবং প্রাঙ্ক ভিডিও আপলোড দেওয়া হয়। যাইহোক বর্তমান সময়ে চ্যানেলটির মোট সাবস্ক্রাইব সংখ্যা 1 কোটি 23 লক্ষ। আর ইউটিউব থেকে প্রতি মাসে 27000 USD অর্থাৎ 25 লক্ষ টাকা আয় করে। এরপর,
No. 6
অবস্থানে রয়েছে FrontaL Gaming। এ চ্যানেলটি ইন্দোনেশিয়া সার্ভারের তো বুঝতে পারছেন ইন্দোনেশিয়াতে ফ্রী ফায়ার কেমন জনপ্রিয়। ভারতের মতো ইন্দোনেশিয়াতে ফ্রী ফায়ার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই চ্যানেলে মূলত গেমপ্লে এবং লাইভ স্ট্রিমিং করা হয়। আর এই চ্যানেলের মালিক এর নাম হচ্ছে Squad। আর সে ছেলেটি হচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দা। তো এখনো পর্যন্ত চ্যানেলটি 471 প্লাস ভিডিও আপলোড দিয়েছে। আর এই চ্যানেলটি ইউটিউব এ জয়েন করেছিল 2015 সালে। বর্তমানে চ্যানেলটি টোটাল সাবস্ক্রাইব এর সংখ্যা সংখ্যা 1 কোটি 16 লক্ষ। আর ইউটিউব থেকে চ্যানেলটি প্রতিমাসে 7400 USD অর্থাৎ 9 লক্ষ 44 হাজার টাকা আয় করে। এরপর,
No. 5
অবস্থানে রয়েছে NOBRU। এই চ্যানেলটি হচ্ছে ব্রাজিল সার্ভারের। তো এই চ্যানেলটি এখনো পর্যন্ত 545+ ভিডিও আপলোড দিয়েছে। এ চ্যানেলে গেম প্লে রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়। তো চ্যানেলের মালিক এর নাম হচ্ছে রুনো ঘউস। আর আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা তো জানেন এই ছেলেটিকে বেস্ট স্পট প্লেয়ার বলা হয়। কারণ 2019 সালের ফিফার ওয়ার্ল্ড সিরিজে এই টি প্রথম হয়েছিল। যাইহোক বর্তমান সময়ে চ্যানেলটিতে মোট 1 কোটি 32 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। আর ইউটিউব থেকে প্রতিমাসে 5400 USD অর্থাৎ বাংলা টাকার ৫ লক্ষ টাকা আয় করে। এরপর,
No. 4
অবস্থানে রয়েছে PlayHard। এ চ্যানেলটি এখনো পর্যন্ত হাজার 1800+ প্লাস ভিডিও আপলোড দিয়েছে। তো এই চ্যানেলে গেমপ্লে সহ লাইভ স্ট্রিমিং এবং ফানি ভিডিও আপলোড দেওয়া হয়। আর এই চ্যানেলটি হচ্ছে ব্রাজিল সার্ভারের। আর এই চ্যানেল টি ইউটিউবে কাজ করছে 2014 সাল থেকে। আর মজার ব্যাপারটি হচ্ছে এ চ্যানেলের মালিক কিন্তু নেইমারের সাথে কলাবরেশন করেছেন। মানে বুঝতে পারছেন এই চ্যানেলের মালিক কতটা ফেমাস। তো যাইহোক বর্তমানে চ্যানেলটিতে মোট 1 কোটি 33 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তো ইউটিউব থেকে চ্যানেলটি প্রতিমাসে 6400 USD অর্থাৎ বাংলা টাকার 5 লক্ষ 50 হাজার টাকা আয় করে। এরপর,
No. 3
অবস্থানে রয়েছে Dyland PROS। এ চ্যানেলে 1100+ প্লাস ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো এ চ্যানেলটি হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে। এ চ্যানেলের মালিক এর নাম হচ্ছে ডেনাল ম্যাক্সিমাস। আর এই ছেলেটি হচ্ছে ইন্দোনেশিয়ার বাসিন্দা। এ চ্যানেল টি ইউটিউবে কাজ করছে 2014 সাল থেকে। এ চ্যানেল টির মোট ভিউ 1 বিলিয়ন এর ওপরে। তো যাইহোক বর্তমানে চ্যানেলটিতে মোট 1 কোটি 52 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। আর ইউটিউব থেকে প্রতিমাসে 8700 USD অর্থাৎ বাংলা টাকার 7 লক্ষ টাকা আয় করে। এরপর,
No. 2
অবস্থানে রয়েছে Total Gaming। যারা ফ্রি ফায়ার খেলে আমার মনে হয় এই চ্যানেলটির নাম তারা একবার হলেও শুনেছে। তো যাই হোক এখনো পর্যন্ত চ্যানেলটি মোট 1200 টি প্লাস ভিডিও আপলোড দিয়েছে। তো এই চ্যানেল টি হচ্ছে ইন্ডিয়া সার্ভারের। আর এটা হচ্ছে ইন্ডিয়ার শীর্ষে থাকা ফ্রী ফায়ার ইউটিউব চ্যানেল। এটির মালিকের নাম হচ্ছে অজয়। আর বেশিরভাগ মানুষ তাকে আর্জু ভাই বলে ডাকে। আর আর্জু ভাই সপ্তাহে মোটামুটি 15 টি ভিডিও আপলোড দেয়। বর্তমান সময়ে চ্যানেলটি মোট সাবস্ক্রাইব এর সংখ্যা 3 কোটি 2 লক্ষ। আর প্রতিমাসে চ্যানেলটি ইউটিউব থেকে আয় করে 100100 USD অর্থাৎ বাংলা টাকার 88 লক্ষ টাকা। সর্বশেষ,
No. 1
অর্থাৎ পৃথিবীর এক নম্বর ফ্রী ফায়ার চ্যানেলটি হচ্ছে TheDonato। তো এ চ্যানেলটি ব্রাজিল সার্ভারের মানে ব্রাজিল থেকে এ চ্যানেলের ভিডিও আপলোড দেওয়া হয়। চ্যানেলটি এখনো পর্যন্ত তেরোশো প্লাস ভিডিও আপলোড দিয়েছে। তো এ চ্যানেলের মালিক এর নাম হচ্ছে Donato Monoz। আর এই ছেলেটি হচ্ছে আর্জেন্টিনার বাসিন্দা। এ চ্যানেল টি 2015 সাল থেকে ইউটিউবে কাজ করছে। এত কম সময়ে চ্যানেলটি পৃথিবীর সেরা ফ্রী ফায়ার ইউটিউব চ্যানেল রয়েছে। মানে চ্যানেল টির পিছনে যথেষ্ট পরিশ্রম করেছে বলে এই জায়গাটায় আসতে পেরেছে। তো বর্তমান সময়ে চ্যানেল টি মোট 2 কোটি 58 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। আর চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে মোটামুটি 40 হাজার অর্থাৎ বাংলা টাকার 29 লক্ষ টাকা আয় করে।
সবশেষে একটাই কথা বন্ধুরা এসব চ্যানেলের সবকিছু দিন দিন বৃদ্ধি পেতে থাকে তো কিছু দিনের মধ্যে কোনটা নম্বর ওয়ান হবে বলা যায় না। অর্থাৎ আমার এই তথ্যের মিল না পেলে কিছু মনে করবেন না। আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এবং আমাদের ইউটিউব চ্যানেল টি অবশ্য সাবস্ক্রাইব করবেন
ভারতের সেরা ১০ ফ্রী ফায়ার ইউটিউব চ্যানেল, বাংলাদেশের সেরা ১০ ফ্রী ফায়ার ইউটিউব চ্যানেল, total gaming, top 10 free fire youtube channel in bangladesh, free fire, mr. triple r, desi gamers, top 10 free fire youtube channel in india, top 10 free fire players, মাসিক আয়ে শীর্ষ ১০ ধনী বাংলাদেশী ইউটিউবার, top 10 richest youtuber in indian 2021, top 10 richest youtuber in bangladesh, garena free fire, the donato, total gaming free fire,
Post a Comment