How To Build Stunt Bike In Bangla | Stunt Bike Modification

হ্যালো বন্ধুরা কেমন আছেন? যদি আপনারা কিভাবে বাইকের সামনের চাকা উপরে তোলা যায় এবং পিছনের চাকা কিভাবে উপরে তুলা যায় এই আর্টিকেল দুটি পড়ে থাকেন তবে বুঝবো আপনিও স্টান্ট করতে পছন্দ করেন। তো যদি স্টান্ট করতে পছন্দ করেন তবে এই আর্টিকেলে আপনাদের জানাবো একটা প্রোফেশনাল স্টান্ট রাইটারের বাইক কিভাবে মডিফাই করা থাকে। কোম্পানির স্টক বাইক নিয়েও ছোটখাটো বাইক স্টান্ট করতে পারবেন কিন্তু আপনি যদি প্রো লেবেলের স্টান্ট করতে চান অর্থাৎ প্রোফেশনাল স্টান্ট রাইটার হতে চান তাহলে বাইক মডিফাইড করতেই হবে। তো এবার বলা যাক একটা প্রোফেশনাল স্টান্ট রাইটার বাইক কি রকম মডিফাই করা থাকে।


No 1; Wheelie Bar

কোম্পানির স্টক বাইক নিয়েও হুইলি করতে পারবেন কিন্তু আপনি যদি হুইলি মেরে বিভিন্ন ধরনের কৌশল দেখাতে চান এবং হুইলি মেরে অনেক দুর পর্যন্ত এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই বাইকের পিছনে হুইলি বার লাগাতে হবে। এছাড়া হুইলি করার সময় আপনার বাইক যদি ওভার হাইট হয়ে যায় তবে এই হুইলি বারটি বাইক উল্টে জাওয়ার হাত থেকে বাচাবে। বন্ধুরা এই ধরনের হুইলি বার কিন্তু মার্কেটে কিনতে পাবেন না এটাকে আপনার বানিয়ে নিতে হবে। মানে কোন লেদ অর্থাৎ ঝালাই এর দোকান থেকে এমন বার তৈরি করে লাগিয়ে নিতে হবে।

আরও জানুনঃ

কিভাবে সঠিক money bag/ওয়ালেট কিনবেন?


No 2; Hand Brake

হুইলি স্টান্ট করার সময় পিছনের ব্রেক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হলো কোম্পানির স্টক বাইকে পিছনের ব্রেক পায়ে থাকে যার ফলে হুইলি মারার সময় পিছনের ব্রেক থেকে পা মোটেও সরানো যায় না। এ জন্য স্টান্ট রাইটাররা কি করে পিছনের ডিস্ক ব্রেকে এক্সট্রা একটা ক্যালিবার লাগিয়ে নেয়, আর যার ব্রেক লিবার টা থাকে বা হাতের ক্লাসের নিচে। এটা কিন্তু সুধু পিছনে ডিস্ক ব্রেক থাকা বাইকেই লাগাতে পারবেন। মানে যে বাইকের পিছে ড্রাম ব্রেক আছে সে বাইকে এই ভাবে লাগাতে পারবেন না। 


No 3; Mini Clutch


যেহেতু আপনার হ্যান্ড ব্রেক লিবার টা বা হাতে থাকছে সেহেতু ক্লাস লিবার টা ছোট করে কেটে নিতে হবে। তাহলেই একমাত্র হ্যান্ড ব্রেক টা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হলো আপনি যখন ক্লাস লিবার টা ছোট করে কেটে নিবেন তখন ক্লাস চাপতে অনেক জোর লাগবে কারন হলো ক্লাস লিবার টা ছোট হয়ে যাবে। তো এর জন্য সমাধান হচ্ছে ইন্জিনের উপরে দেখুন ক্লাসের তার সংযুক্ত একটা পাত লাগানো আছে তো ঐ পাত টি কেটে এক্সট্রা পাত লম্বা করে লাগিয়ে নিন। দেখবেন হাতের ক্লাসে জোর অনেক কমে জাবে আগের মতো ইজি ক্লাস চাপতে পারবেন


No 4; Crash Guard

স্টান্ট করতে গেলে বাইক তো অবশ্যই পড়বে। কিন্তু বাইকে থাকা লেগ গার্ড অতটা প্রটেক্ট করতে পারে না। এর জন্য লাগাতে হবে ক্রাস গার্ড। লেগ গার্ডের ওখানে লেগ গার্ড টা খুলে দিয়ে একটা ক্রাস গার্ড লাগিয়ে নিতে হবে। কিন্তু এই ক্রাস গার্ড আপনি দোকানে কিনতে পাবেন না। এটাকে বানিয়ে নিতে হবে কোন ঝালাইয়ের দোকান থেকে। এটা একবার লাগিয়ে নিলে বাইক যতবার খুশি পড়ুক না কেনো বাইকের কোন ক্ষতি হবে না।


No 5; Comfortable Handle

আপনি যদি স্পোর্টস টাইপের বাইক নিয়ে স্টান্ট করতে যান যেমন KTM RC, R15 এ সব বাইক নিয়ে যদি স্টান্ট মারতে যান তাহলে অবশ্যই হ্যান্ডেল পরিবর্তন করতে হবে। কারন এসব বাইকের হ্যান্ডেল গুলো ছোট এবং আনকমফোর্টেবল হয়। আর স্টান্ট করার জন্য একটু বড় এবং কমফোর্টেবল হ্যান্ডেল এর প্রয়োজন। বেশিরভাগ স্টান্ট রাইটারেরা তাদের নিজেদের বাইকে KTM DUKE হ্যান্ডেল ব্যবহার করে। তাই আপনিও হ্যান্ডেলের জায়গায় KTM DUKE হ্যান্ডেল ব্যবহার করতে পারেন। মানে ঐ হ্যান্ডেল খুলে KTM DUKE হ্যান্ডেল লাগাতে হবে। এছাড়া বাইকের হেডলাইট এবং মিটার খুলে দিতে পারেন এতে কি হবে, হ্যান্ডেল আরও বেশি হালকা এবং ইজি হয়ে যাবে। আর হালকা এবং স্মুথ হ্যান্ডেলিং স্টান্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


No 6; Fuel Tank Dent

এটা শুধুমাত্র যারা হাইজাক হুইলি করে তাদের জন্য। মানে যারা হুইলি করতে করতে ট্যাংকের উপর বসে পড়ে তাদের জন্য। এটা আপনি করতেও পারেন না করতেও পারেন। যদি এমন হইলি করতে না চান তবে করবেন না। কারন এটার জন্য বাইকের তেলের ট্যাংক টা হাতুড়ি মেরে বসিয়ে ওখানে বসার মতো জায়গা করে নিতে হবে।


No 7; Split Seat

যদি আপনি সমান সিট আলা বাইকে বসে হুইলি করতে যান তবে হুইলি করার সময় পিছন দিকে পড়ে যেতে পারেন। তার জন্য সিট টাকে মাঝখান থেকে কেটে পিছনের অংশ টা একটু বেশি উচু করে দিতে হবে। এটা করলে হুইলি মারার সময় বসার জন্য একটা গ্রিপ্ট পেয়ে যাবেন। তার ফলে পিছনেও পড়বেন না।
তো বন্ধুরা এই বিষয় গুলো ছিলো একটা প্রোফেশনাল স্টান্ট বাইকের বেসিক মডিফিকেশন। এছাড়াও কিছু স্টান্ট রাইটারেরা তাদের সুবিধা মতো এক্সট্রা কিছু মডিফিকেশন করে থাকে। সেটা স্টান্ট করতে করতে নিজের প্রয়োজন মতো করে নেয়। যেমন বাইকের চেন সকেট চেঞ্জ করে নিতে পারে মানে কোম্পানির স্টক বাইকে যে সকেট থাকে তার থেকে বড়ো সকেট লাগাতে পারেন। এটা করলে কি হবে বাইকের ক্ষমতা বাড়বে কিন্তু স্পিড কমবে। আর বাইক স্টান্ট করার জন্য বাইকের স্পিডের থেকে ক্ষমতার বেশি প্রয়োজন হয়।
তো বন্ধুরা সব শেষে একটাই রিকুয়েষ্ট আপনাদের কাছে বাইক স্টান্ট কিন্তু খুবই রিস্কি হয় তাই এগুলো করার সময় যতোটা সম্ভব সেফটি গিয়ার্স পড়েই বাইক স্টান্ট করবেন।


Post a Comment

Previous Post Next Post